আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এক পরিদর্শকসহ মোট পাঁচ জনকে বরখাস্ত করা হয়েছে৷সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।
তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আমরা নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। হারুর অর রশীদ বলেন, প্রতিটি সিসিটিভি দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলার কারণে ওসিসহ ৫ পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় হওয়া মামলা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
হারুন অর রশিদ বলেন, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত শীর্ষ জঙ্গি নেতা জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশ ও পরিকল্পনায় ঘটে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা।
ডিবি প্রধান বলেন, জঙ্গিদের আদালত চত্বর থেকে ছিনিয়ে নেয়া হবে এটা তারা (জঙ্গিরা) আগেই জানতো। ছিনতাইকাণ্ডে অংশ নিয়েছিল ১৮ জন। পরিকল্পনাকারীরা সবাই নজরদারিতে আছেন।
ঢাকা,সোমবার ২১ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।