গোলশূন্য স্কোরলাইন নিয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েশিয়া ও মরক্কো।প্রথমার্ধের পুরোটা সময় পরীক্ষায় সফল দুই দলের ডিফেন্ডাররা। মরক্কোর নেয়া ৫ শটের একটিও লক্ষ্যে থাকতে দেননি ক্রোয়েশিয়ান ডিফেন্ডাররা। অন্যদিকে ৪০ মিনিট পর্যন্ত মাত্র একটি লক্ষ্যভ্রষ্ট শট ছিল মদ্রিচদের পা থেকে। শেষদিকে তারা পরপর কয়েকবার আক্রমণ চালায়। তিনটি ব্যর্থ শটের পরে অবশেষে একটি দুর্দান্ত সুযোগ আসে গত বারের রানারআপদের সামনে।আল বায়েত স্টেডিয়ামে বুধবার (২৩ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচ শেষে গোলশূন্য হয়।কিন্তু বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো পাস একেবারে বারের সামনে পেয়ে জালে জোড়াতে পারেননি ভ্লাসিচ। তার নেওয়া নিচু শট এগিয়ে এসে হাঁটুর সাহায্যে আটকে দেন মরক্কোর গোলরক্ষক।
এর আগে অবশ্য ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে সমানতালে লড়াই চালায় দুই দল। ১৮তম মিনিটে ডি-বক্সের বাইরে আশ্রাফ হাকিমিকে ফাউল করেন লুকা মদ্রিচ। তবে ফ্রি কিকটি কাজে লাগাতে পারেননি মরক্কোর ফারোয়ার্ডরা। ২৫ মিনিটে সুফিয়ান আমরাবাতের ক্রস গোলবারের কাছে পেয়েও কাজে লাগাতে পারেননি মরক্কোর ইউসুফ এন-নেসরি।অন্যদিকে ক্রোয়েশিয়া বেশ কয়েকবার আক্রমণে উঠলেও ফিনিশিংয়ের অভাবে গোলের উদ্দেশে ঠিকঠাক শটই নিতে পারেনি। ৪০ ডি-বক্সের বাইরে হাকিমির জার্সি টেনে ধরে আরও একটি ফ্রিক কিক উপহার দেন লুকা মদ্রিচ। কিন্তু এবারও তারা সুযোগটি কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য স্কোরলাইন নিয়ে দুই দল মাঠ ছাড়ে।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৩ নভেম্বর,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।