কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার (২৬ নভেম্বর)। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থল। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল টাউন হল মাঠ।
বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলটির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। বিএনপি নেতাদের অভিযোগ, বিভিন্ন স্থানে বাধা দেয়া হয়েছে তাদের। তা সত্ত্বেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন সমাবেশ স্থলে।সমাবেশে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতাকর্মীরা। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবির কারার ওই লৌহ কপাট গান বাজানো হয়।
এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেন। দুপুর ২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থলে আসার কথা রয়েছে।
কুমিল্লা,শনিবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।