কোন দুষ্ট লোকের ভুল তথ্যে জাপানের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন , জাপানের রাষ্ট্রদূত খুব সাদাসিধা মানুষ।কোন দুষ্ট লোক তাকে এমন ভুল তথ্য দিয়েছে।
রোববার (২৭ নভেম্বর ২০২২) রাজধানীর একটি হোটেলে স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার রোগ) বিষয়ক এ কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করেছেন এই বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, জাপানের রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত দাওয়াতটা দু বছর আগের। করোনার কারণে যাওয়া যায়নি ।কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে।
জাপানের কাছে বাংলাদেশের বাজেট ঋণ চেয়েছে কিনা ,এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, এসব আমি জানি না ।এগুলো আপনারাই জানেন। আমাদের কোন প্রয়োজন নাই ।উই আর ভেরি সলিড ইকোনমি।
জাপান রাষ্ট্রদূতের সেই বক্তব্যের উদ্বিগ্ন নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্ট লোকের তথ্যে তিনি বলেছেন পুলিশ এসে ভোট দিয়েছে। তিনি সেটা বলে ফেলেছেন ।তবে তিনি ভাল মানুষ ।এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নয়।
পররাষ্ট্রমন্ত্রীর বলেন, জাপানের সংসদে বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু প্রস্তাব আসবে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন এছাড়াও কোভিডের কারণে জাপানের এখনো কোয়ারেন্টাইন টাইন করতে হয়। তারা মাত্র ১০ জনের মত অনুমতি দেবে কিন্তু আমরা তো বিরাট দল যাব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা মাঝেমধ্যে উল্টাপাল্টা বলেন, আমাদের রিজার্ভ নাই। আমি তাজ্জব হয়ে যাই। আগে আমাদের তিন হতে চার বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন। আর এখন ৩৪ হতে ৩৭ বিলিয়ন রিজার্ভ, তারপরেও আপনারা বলেন । এগুলো পাগলের প্রলাপ না হয় তো কি।
গণমাধ্যমের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আপনি (গণমাধ্যম) বলেন, ব্যাংকে টাকা নাই। আমার ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে। আপনারা বিভিন্ন রকমের প্রপাগাণ্ডা করেন ব্যাংকে টাকা নাই। বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে। রিজার্ভ এর কোন সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই ,কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকের টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে। চোরের জন্য সুযোগ করে দেওয়া। ব্যাংকে টাকা নেই একথাটা মিথ্যা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।