বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসির) পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবে সরকার। এ জন্য বিইআরসি আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২- এ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (২৮ নভেম্বর) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে এখন থেকে বিইআরসির পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবে সরকার। এ সংক্রান্ত বিইআরসি আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে খসড়ায় ছোট সংশোধন আনা হয়েছে।
এ ছাড়া ক্রুড অয়েল আমদানির জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া যায় কিনা, তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশে ছোট একটি সংশোধন নিয়ে আসা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সরকার চাইলে ট্যারিফ নির্ধারণ করতে পারবে। এলক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশে ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
ঢাকা,সোমবার ২8 নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।