নব গঠিত মাধবদী মহা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ১ম সভা অনু্ষ্ঠিত
গত ২৮ নভেম্বর বিকাল ৪ টায় মাধবদী মহা বিদ্যালয় পরিচালনা পরিষদের ১ম সভা নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অনু্ষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করছেন মাননীয় নরসিংদী জেলা প্রশাসক ও মাধবদী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। উপস্হিতছিলেন কলেজ পরিচালনা পরিষদের (জাতীয় বিশ্ব বিদ্যালয় কর্তৃক মনোনীত) বিদ্যূৎ সাহী সদস্য ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন মানিক,,অতিরিক্ত জেলা প্রশাসক মহাপরিচালক মাউশি কর্তৃক মনোনীত বিদ্যূৎ সাহী সদস্য আবদুল্লাহ আল জাকী,,আলহাজ্ব মেনহাজুর রহমান রাজু ভুইয়া প্রতিষ্ঠাতা সদস্য,আলহাজ্ব শওকত আলী ইঞ্জিনিয়ার দাতা সদস্য আলহাজ্ব সফিউদ্দীন আহাম্মেদ হিতৈষী সদস্য, মোঃ হাফিজুর রহমান ভিপি হাফেজ অভিভাবক সদস্য নজরুলইসলাম অভিভাবক সদস্য সমীর দেবনাধ, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম ও উত্তম কুমার সাহা,সম্মানিত সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার চত্রুবর্তী সহ সকল সদস্য বৃন্দ। সভার শুরুতেই কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে কলেজের সভাপতি ও নরসিংদীর জেলার মাননীয় প্রশাসক মহোদয় কে ফুল দিয়ে বরন করা হয়।
মোঃ নজরুলইসলাম মাধবদী (নরসিংদী) সংবাদ দাতা
নরসিংদী,মঙ্গলবার ২৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।