জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।বুধবার (৩০ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ সোমবার ( ৫ ডিসেম্বর) পর্যন্ত স্থগিত করেছেন। একইসঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
আদালতে আবেদনকারী জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ আদেশের ফলে আপাতত জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না।
ঢাকা,বুধবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।