আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস।১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশেও দিবসটি পালনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।সারা বিশ্বে এইচআইভি আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১৩৪। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ ৪০ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। সূত্র- ওয়ার্ল্ডোমিটারস১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। দেশে এইডস সংক্রমিত হয়েছেন ১৪ হাজার জন। এদিকে আক্রান্ত কম হলেও ঝুঁকি বেশি। পার্শ্ববর্তী দেশে ভারত ও মিয়ানমার এ রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।