অবশেষে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেন সময়ের সেরা খেলোয়াড়দের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন সিআর সেভেন। তাকে চুক্তি করিয়ে বেশ খুশি ক্লাবটির প্রেসিডেন্ট মুসালি আলমুয়াম্মার।প্রায় দেড় মাস ক্লাবহীন থাকার পর, অবশেষে সৌদি ক্লাবে যোগ দিলেন রোনালদো। ৩৭ বছর বয়সী রোনালদো আগামী ফেব্রুয়ারিতে পা দেবেন ৩৮-এ। ফলে বোঝাই যাচ্ছে, অবসরের আগে আর ইউরোপে ফেরা হচ্ছে না পর্তুগিজ এই মহাতারকার।
ক্লাবের সঙ্গে চুক্তি করে রোনালদোও বেশ খুশি। এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত বোধ করছি। সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’
এদিকে সময়ের সেরা এক ফুটবলারকে চুক্তি করিয়ে ক্লাবটির প্রেসিডেন্ট মুসালি আলমুয়াম্মার বলেন, ‘এটি ইতিহাস তৈরির চেয়েও বড় কিছু। রোনালদোর সঙ্গে এই চুক্তি শুধু আমাদের ক্লাবকেই নয়, আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’
ঢাকা,শনিবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।