পেলের অসংখ্য কীর্তির সাক্ষী সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়াম। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সেখানে আজ শেষবারের মতো নেওয়া হয় কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলারকে। আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে মিলিটারি পুলিশের পাহাড়া আজ সকালে (ব্রাজিলিয়ান সময়) সান্তোসে আনা হয় তার শবদাহ। যেখানে ফুটবলের রাজাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন ব্রাজিলের সাধারণ মানুষ।
ব্রাজিলিয়ান সময় সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে পেলের অন্ত্যেষ্টিক্রিয়া। ভিলা বেলমিরো স্টেডিয়ামের কেন্দ্রস্থলে রাখা হয়েছে কিংবদন্তি ফুটবলারের কফিন। ভক্তরা মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানাতে পারেন। এরপর পেলেকে নেওয়া হবে তার শতবর্ষী মা দোনা সেলেস্তের বাড়িতে। মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় কেবলমাত্র পরিবারের উপস্থিতিতে সমাহিত করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।পেলেকে বিদায় দিতে ব্রাজিলে পৌঁছেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, নেইমারসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিবর্গ।
ক্রীড়া ডেস্ক,শনিবার ০২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।