দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ভারত।বৃহস্পতিবার (১২ জানুয়ারি)কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। তবে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিটা ভালো হয়নি লঙ্কানদের। ২৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অবশ্য কুশাল মেন্ডিসকে নিয়ে ৭৩ রানের জুটি করেন নুওয়ানিদু ফার্নান্দো।
তবে এই জুটি ভাঙার পর কেউ আর দলকে টানতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৩৯.৪ ওভারে ২১৫ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নুওয়ানিদু ফার্নান্দো। এ ছাড়াও, কুশাল মেন্ডিস ৩৪ এবং দুনিথ ওয়েললাগে করেন ৩২ রান।ভারতের হয়ে তিনটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ এবং কুলদ্বীপ যাদব। ৪৮ রান খরচে ২ উইকেট পেয়েছেন ফাস্ট বোলার উমরান মালিক এবং একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল।
জবাবে ২১৬ রান তাড়া করতে নেমে শত রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপদে পরে টিম ইন্ডিয়া। তবে কেএল রাহুলের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে ৩০ রানের জুটি করেন রাহুল। ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। যার জন্য ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী রোববার (১৫ জানুয়ারি)।
ক্রীড়া ডেস্ক,বৃহস্পতিবার ১২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।