যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৬ মাসের এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে।স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ গণহত্যা’ বলে আখ্যা দিয়েছে।মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে এ ঘটনায় দুইজন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।
এদিকে ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত থাকতে পারে।
কাউন্টি শেরিফ বলেন, ঘটনার পর পুলিশ দুই জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল।
ঘটনায় জড়িতদের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক,মঙ্গলবার ১৭ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।