রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আশিকুর রহমান (২৬) নামে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে বাইক চালিয়ে যাওয়ার সময় ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে একটি দ্রুতগামী সিএনজি মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময় সেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা আশিক আহত হলে তাকে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
আরও জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে তার সঙ্গে এক চাচাতো ভাই ছিলেন। তবে তিনি সুস্থ আছেন। নিহত আশিক বনশ্রী এলাকার বাসিন্দা। পেশায় তেমন কিছু করত না। তবু বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।
ঢাকা,মঙ্গলবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।