জামিনে মুক্তি পেয়ে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে দুপুর ১টায় সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় কারাগারের একটি দল হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে যান। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তাকে বুঝিয়ে দেন। সরিয়ে নেয়া হয় কারা পুলিশের নিরাপত্তা। তিনি বিএসএমএমইউয়ের ৬১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।তিনি জানান, বিএসএমএমইউ ৬১১ নম্বর কেবিনে গিয়ে নিয়মকানুন মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।