রাজধানীতে মোটরসাইকেল চোর চক্রের প্রধান মোহাম্মদ জসিমসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি মোটরসাইকেল।মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।তিনি বলেন, গত ১৪ জানুয়ারি বাইক জসিমকে গ্রেফতার করার পর তাকে আদালতে পাঠানো হয়। রিমান্ডে থাকা অবস্থায় জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার চার সহযোগী মো. হারুন (২৮), আশিক বিশ্বাস (১৯), রাজীব (২০) ও মহসীনকে (২০) গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় তিনটি মোটরসাইকেল। জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। গত ১০ বছরে তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। তার নামে একাধিক থানায় রয়েছে মামলা ১৩টি।
ঢাকা,মঙ্গলবার ১৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।