চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশনের পাশে একটি বহুতল ভবন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাপ্পী আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম,বুধবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।