চার বিভাগে ১৩টি জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন আই কেয়ার সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভিশন সেন্টারগুলো উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, তার ফলে মানুষ বিনা পয়সায় চিকিৎসাসেবা পাচ্ছে। আমি প্রথম যেদিন কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছিলাম, তখন বলেছিলাম, অন্ধজনের চোখে আলো দেওয়াই আমাদের কর্তব্য। অন্য চিকিৎসা সেবার পাশাপাশি এই সেবাও আমরা দিচ্ছি।
তিনি আরও বলেন, অনেক মানুষ আছেন, যারা চোখে দেখতে পেতেন না। তারা কোথায় যাবেন, কোথায় চিকিৎসা নেবেন তাও জানতেন না, কিন্তু এখন আর সেই অবস্থা নেই, এখন মানুষ যথেষ্ট সচেতন। ফলে অনেক মানুষ অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছেন। এটা আমাদের জন্য বিরাট একটি পাওয়া। এর আগে ২০টি তারপর ৭০টি আর আজ ৪৫টি পর্যায়ক্রমে সারা দেশে আমরা এটি করে দিতে চাই।
কমিউনিটি ভিশন সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত একটি কক্ষে অবস্থিত চক্ষু বিষয়ক অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। যেখানে দেশে ও বিদেশে চক্ষু বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সরা চক্ষু সেবায় সহায়ক হিসেবে কর্মরত।
ঢাকা,বুধবার ১৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।