ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিন শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) সকালে শিশুদের একটি স্কুলের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটি রাজধানী কিয়েভের উত্তর-পূর্বের শহর ব্রোভারির একটি নার্সারি স্কুল এবং একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হয়। আঞ্চলিক গভর্নর জানান, এ দুর্ঘটনায় ১৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছেন।
ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইগর ক্লাইমেনকো জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ডেনিস মোনাস্টিরস্কি মারা গেছেন, যিনি ২০২১ সালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অধীনে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এছাড়া এ দুর্ঘটনায় উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেনি ইয়েনিন এবং ইন্টারনাল অ্যাফেয়ার্সের স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচও নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ অন্য কর্মকর্তাদের বহনকারী ওই হেলিকপ্টারটি ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবার হেলিকপ্টার ছিল বলেও জানান পুলিশ প্রধান ক্লাইমেনকো।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৮ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।