রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠায় পুলিশ।হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল শুধু ট্রাউজার। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ঢাকা,মঙ্গলবার ২৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।