বিএনপির জোট বেড়ে এখন ৫৪ দল। কিন্তু আন্দোলনের ঢেউ জোয়ার থেকে ভাটায় নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, তাদের (বিএনপি) জোট ভূয়ায় পরিণত হয়েছে। তাদের কথা মানুষ আর বিশ্বাস করে না।
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জানান, বিএনপির আন্দোলনে কর্মী আছে, জনগণ তাদের সাথে নেই। পাবলিক ভালো আছে, বিএনপির মন খারাপ।ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটায় নেমে গেছে। তাদের কথা এ দেশের জনগণ বিশ্বাস করে না। বিএনপির কত হাঁকডাক, মির্জা ফখরুলের লাল কার্ডের ফলাফল শূন্য। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। বিএনপির আন্দোলনে জনগণ নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খেলা তো এখনো শুরু হয়নি, মাত্র সূচনা। খেলা যখন হবে, কোথায় যাবে এই গণজোয়ার? এখন নেতাকর্মীরা আছে, জনগণ নেই। এখন জনগণের কথা নেই। জনগণ ভালো আছে তাই বিএনপির মন খারাপ।
তিনি বলেন, আমাদের জলিল ভাইয়ের (আবদুল জলিল) ট্রাম্পকার্ড দেখেছিলাম। ৩০ এপ্রিল (২০০৪)। ফখরুল সাহেব মনে করেছিলেন, আমি একটা লাল কার্ড দেখাইয়া দেই। আমাদের জলিল সাহেবের ট্রাম্পকার্ডের পরিণতি কী আমরাও জানি। তখন আপনাদের আমল। ট্রাম্পকার্ডের পরে লালকার্ড। ফলাফল শূন্য। ভুয়া। লালকার্ড, সরকারের পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার.. সবই ভুয়া। এরা ভুয়া নিয়েই আছে!
ওবায়দুল কাদের বলেন, বাকশালের সমালোচনা করেন, বাকশালটা কী ব্যাখ্যা করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়। বাকশাল হচ্ছে জাতীয় দল। সব দলকে নিয়ে, সব মতকে নিয়েই বাকশাল। লজ্জা করে না, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন।
ঢাকা,বুধবার ২৫ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।