জাতীয় প্রেসক্লাবে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পূজার আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সনাতন ধর্মাবলম্বী সদস্যদের উদ্যোগে এ পূজার আয়োজন করে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ।
সকাল ৯টায় দেবীর প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বেলা ১১টার দিকে প্রথম পুষ্পাঞ্জলি নেন আসা ভক্তরা।
সরস্বতী পূজা উপলক্ষে প্রেসক্লাব চত্বর সাজানো হয়েছে লাল-নীল ঝিলিকবাতি দিয়ে। রমনা কালী মন্দির থেকে তৈরি করে আনা হয়েছে দেবীর প্রতিমা। সাংবাদিকদের পূজা হওয়ায় প্যান্ডেলও সাজানো হয়েছে সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আদলে।
পূজা উপলক্ষে সকাল থেকেই প্রেসক্লাব চত্বর মুখরিত হয়ে উঠে ভক্তদের পদচারণায়। জাতীয় প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পাঞ্জলি নিতে আসেন।
দিনব্যাপী এ আয়োজনে আসা ভক্তদের জন্য রাখা হয়েছে প্রসাদের ব্যবস্থা। এছাড়া সারাদিন ভক্তিমূলক গানের পাশাপাশি বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভক্তিমূলক গান করবেন শিল্পী বিজন মিস্ত্রী।পূজার বিষয়ে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হরলাল রায় সাগর বলেন, গত বছর থেকে তারা প্রেসক্লাব চত্বরে এ পূজার আয়োজন করে আসছেন।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।