জনগণ চাইলে আমরা নির্বাচনে জিতব। না চাইলে ২০০১ সালের মতো আমরা বিদায় নেব। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নাই৷ এই দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, এই দিবাস্বপ্ন দেখবেন না মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই অনুষ্ঠান পদযাত্রা নয়, পেছন যাত্রা। এটা বিএনপির মরণযাত্রা। আগামী নির্বাচনেও তাদের মরণযাত্রা হবে। রাজনৈতিক মরণ।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। রাজপথে আছি, ছিলাম, থাকব। আমরা মানুষের সঙ্গে ছিলাম। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস মানুষের পাশে থাকার ইতিহাস। জিতলেও আছি, হারলেও আছি।
সেতুমন্ত্রী বলেন, জনগণ চাইলে আমরা নির্বাচনে জিতব। না চাইলে ২০০১ সালের মতো আমরা বিদায় নেব। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নাই৷ এই দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, এই দিবাস্বপ্ন দেখবেন না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আমরা পাল্টাপাল্টি করছি না। তারা করছে পদযাত্রা, আমরা বস্ত্র বিতরণ। তারা বাড্ডায়, আমরা উত্তরায়। নেত্রী বলেছেন, কোনো উসকানি নয়, কোনো সংঘর্ষ নয়।
বিএনপির কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, একবার ২৭ দফা, আবার ১০ দফা, ৩৭ দফা, সামনে আরও ১৪ দফা, ৫১ দফা, জোটে দল ৫৪টা। এরকম জগাখিচুড়ি কর্মসূচি কোনোদিনও এদেশে সফল হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজ আমরা যখন শীতবস্ত্র বিতরণ করছি, তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত । আমরা মানুষের পাশে, তারা ষড়যন্ত্রের পাশে। আমরা পরিষ্কার বলতে চাই, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হঠাতে পারবেন না। যদি কোনো আগুন সন্ত্রাস করেন, আমরা তার জবাব দেব।
ঢাকা,শনিবার ২৮ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।