পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন।রোববার (২৯ জানুয়ারি) ওড়িশার ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের নিকটবর্তী গান্ধী চকে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নব কিশোর দাশকে গুলি করেন। মন্ত্রী নব কিশোর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন।
গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তার।প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে ওই পুলিশকর্মী চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তাতে স্বাস্থ্যমন্ত্রীর বাম পাশের বুকে দুটি গুলি বিদ্ধ হয়। গুলি লাগার পরই প্রায় সঙ্গে সঙ্গেই ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নব কিশোরকে। সেখান থেকে বিমানে চাপিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় জানানো হয়েছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে ক্রিটিক্যাল ইউনিটে রেখে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছিল। বুকে গুলি লাগায় জখম হয়েছিল মন্ত্রীর হৃদযন্ত্র। তবু কৃত্রিমভাবে সেটি চালানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি।
অভিযুক্ত পুলিশ গান্ধীচক থানায় নিযুক্ত ছিলেন। ঘটনার পরই এলাকার লোকজন ওই পুলিশকে ধরে স্থানীয় থানার হাতে তুলে দেয়। তবে ঠিক কি কারণে তিনি মন্ত্রীর উপর গুলি চালালেন তা এখনো পরিষ্কার নয়।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২৯ জানুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।