গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ২০ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।সরকারের নির্বাহী আদেশে বাড়নো এ দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মাত্র ১৯ দিনের ব্যবধানে এ দাম বাড়ানো হলো।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ দাম অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীকে আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেশি দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নম্বর আইন) এর ধারা ৩৪ক-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিদ্যুতের খুচরা মূল্যহার এবং বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি পুনঃনির্ধারণ করল।
মূল্যবৃদ্ধির বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৩ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে। এক্ষেত্রে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৪ টাকা ৪০ পয়সা।
একইভাবে ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৩১ পয়সা, যা আগে ছিল ৬ টাকা ১ পয়সা ইউনিট। মূলত সবেচেয়ে বেশি গ্রাহক ৭৬ থেকে ২০০ ইউনিট শ্রেণির। এ শ্রেণির ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ল ৩০ পয়সা ইউনিট। এখন থেকে প্রতি ইউনিট বিদ্যুতের অতিরিক্ত এ পয়সা গুনতে হবে।
আর ২০১ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। এ শ্রেণির গ্রাহককে আগে দিতে হতো ৬ টাকা ৩০ পয়সা। এছাড়া ৩০১ থেকে ৪০০ ইউনিটের গ্রাহকের ৬ টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৯৯ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৪৫ পয়সা থেকে ১০ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গুনতে হবে ১২ টাকা ৬৩ পয়সা, যা আগে ছিল ১২ টাকা ৩ পয়সা।
এর আগে গত ১২ জানুয়ারি দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। একই সঙ্গে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
ঢাকা,মঙ্গলবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।