গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ২৬৬ টাকা বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১২৩২ টাকা থেকে ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠান থেকে নতুন এ বর্ধিত মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
এতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ ও ডিসেম্বর মাসে ছিল এক হাজার ২৯৭ টাকা।
বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলেন, প্রতিবারের মতো আমরা ফেব্রুয়ারি, ২০২৩ সালের এলপিজি বোতলজাত গ্যাসের দাম নির্ধারণ করতে বসেছি। আপনারা জানেন, বিশ্ববাজারে প্রোপেনের দাম অনেক বেড়ে গেছে।
দর কমা-বাড়ার বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্চ রেটের কারণে এলপিজির দামও এদিক-সেদিক হয়। মূলত আমাদের যারা এলপিজি আমদানি করে সেসব প্রতিষ্ঠানের আমদানি করা কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তাপর্যায়ে মূল্য নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি ডকুমেন্টের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।