হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শারীরিক অসুস্থার কারণে রামপুরহাটের শো বাতিল করেছেন এই কণ্ঠশিলী! শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সেখানে শো করার কথা ছিল তার।
তবে নিজের অসুস্থতার বিষয়ে আয়োজকদের জানালেই শিল্পীর শো বাতিল করেছেন আয়োজকরা। বরং একথা জানানো হয় যে নচিকেতার পরিবর্তে এই অনুষ্ঠান করবেন বাবুল সুপ্রিয়।
নচিকেতা এদিন আয়োজকদের পক্ষ থেকে সামাজিকমাধ্যমে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই শো করতে যেতে পারছেন না।
তিনি বলেন, ৩ তারিখ আমার শো করতে যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে যেতে পারছি না। এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করার অবস্থায় নেই। চিকিৎসক এতোটা রাস্তা যেতে নিষেধ করছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, সামনের ওখানে যাব, আপনাদের মনোরঞ্জন করব।
শেষ মুহূর্তে অনুষ্ঠান করতে পারবেন না যেহেতু তাই ক্ষমাও চেয়েছেন নচিকেতা। হাসিমুখেই সকলের কাছে ভালো থাকার প্রার্থনা করেছেন তিনি।
ভিডিও বার্তায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন নচিকেতা। তবে ঠিক কী রকম অসুস্থ, সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বিনোদন ডেস্ক,শুক্রবার ০৩ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।