ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচারগুলিতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবারের (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় কমপক্ষে ১০২ আহত হয়েছেন, এরমধ্যে ৮২ জনের শরীরে গুলি লেগেছে, তাদের ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় সেনাবাহিনীর কয়েক ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে আক্রমণ করার পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এসময় ইসরায়েলি বাহিনী শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয় এবং ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলাম এবং মোহাম্মদ আবদুল ঘানি যে বাড়িটিতে অবস্থান করছিল সেটি ঘিরে ফেলে। অভিযানে তারা দু’জনই নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ২২ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।