আর্জেন্টিনার জাতীয় গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ দুর্ঘটনায় রাজধানী বুয়েন্স আয়ার্স, অন্যান্য বড় শহর ও অধিকাংশ গ্রামাঞ্চল পুরোপুরি বা আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর রয়টার্সের।একটি খোলা মাঠ থেকে আগুনের সূত্রপাত। পরে তা বিদ্যুতের গ্রিডে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোতে আগুন ধরে যায়। এতে পুরো জাতীয় গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এমন এক সময়ে এ ঘটনা ঘটল যখন লাতিন আমেরিকার দেশটিতে তীব্র খরা ও দাবদাহ। আর্জেন্টিনায় এখন গ্রীষ্ম চলছে। ফলে দেশটির কিছু কিছু অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক আউটের ফলে স্থবির হয়ে পড়েছে সাধারণ জনজীবন। বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা-বাণিজ্যও। বেশি ক্ষতির মুখে পড়েছে রাজধানী বুয়েন্স আয়ার্স।
আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রণালয় বলেছে, শিগগিরই বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো পুনরুদ্ধার করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।