আর্জেন্টিনা দলের সতীর্থ ও স্টাফদের ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে বানানো ৩৫টি আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জেতায় সতীর্থ ও কোচিং স্টাফদের বিশেষ এ উপহার দিয়েছেন ফুটবলের খুদে জাদুকর। খবর টিওয়াইসি স্পোর্টস।স্বর্ণের প্রলেপ দেয়া এ আইফোন ১৪ সিরিজের, যেখানে তিনটি তারকা, আর্জেন্টিনার ফুটবল সংস্থার লোগো, খেলোয়াড়দের নাম ও জার্সি খোদাই করা রয়েছে। সেখানে আরও লেখা রয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২। বিশেষ এ উপহার তৈরি করতে মেসির খরচ হয়েছে ২ কোটি টাকার উপরে (২ লাখ ১০ হাজার ডলার)। আইফোনগুলো প্রস্তুত করেছে আইডিজাইন গোল্ড নামে একটি প্রতিষ্ঠান। ক্রীড়া জগতের অনেকেই এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করেন। এর আগে ব্রাজিল তারকা নেইমার, রোনালদিনহোসহ অনেকেই আইডিজাইন গোল্ড থেকে পছন্দের পণ্য কিনেছেন।
দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে গত ডিসেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে শিরোপা জয় করে টিম আর্জেন্টিনা। ফুটবল ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে মেসির হাতে ধরা দেয় অধরা সেই সোনালি ট্রফি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের বন্দনায় মেতেছিলেন এলএমটেন।
ঢাকা,বৃহস্পতিবার ০২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।