রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি জানায়, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাংকের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে।টাকা পরিবহনে নিয়োজিত মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালক ও গাড়িচালকসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত ঘটনা বলছে ডিবি। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল বলেও জানায় ডিবি।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।
ঢাকা,বৃহস্পতিবার ৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।