করোনা ভাইরাস লাইভ

বাংলাদেশে

নতুন আক্রান্ত মোট আক্রান্ত সুস্থ মৃত্যু
২০,৩৮,০১৪ ২০,০৬,৮২১ ২৯,৪৪৬

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা

নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড় ও হাসান মাহমুদের বোলিং তোপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে টাইগাররা।ইংল্যান্ডের ইনিংসে ২৬ রান খরচায় ২ উইকেট নেন হাসান মাহমুদ। মূলত তার কার্যকরী স্পেলের কারণেই সফরকারীদের অল্প রানে বেঁধে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। পরে ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ের গতিতে ৫১ রান করেন শান্ত।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে। ১০ বলে ১২ রান করেন বাংলাদেশ কিপার।২ উইকেট চলে গেলেও ঝড় থামাননি ক্রিজে নতুন আসা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এরমধ্যে মার্ক উডের করা প্রথম ওভারে টানা চার বাউন্ডারিতে শান্ত নেন ১৭ রান। তারা দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। এরপর মঈন আলির বলে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। ১৭ বলে তিনি করেন ২৪ রান। শান্ত ঝড় থামে দলীয় ১১২ রানে। তার আগে অবশ্য ঝোড়ো ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫১ রান করে আউট হন তিনি।

চার উইকেট হারানোর পর সাকিব ও আফিফে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত এ দুজনের ব্যাটেই জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পায় সফরকারী দল। শুরুর দিকে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাসুম প্রথম ওভার করতে এসে ফিলিপ সল্টের ক্যাচ ছেড়ে দেন। পরে সাকিব ছাড়েন জস বাটলারের ক্যাচ। তাতে আক্ষেপ বাড়ে স্বাগতিক শিবিরে।নাসুম প্রথম ক্যাচ ছাড়লেও তাকে দিয়েই সফলতা পায় টাইগাররা। তার করা শেষ ওভারের শেষ বলে সল্ট ক্যাচ দেন উইকেটের পেছনে, তাতে ৮০ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। ইংল্যান্ডের পরের উইকেট পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। তার করা তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান।এরপর মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে তাকে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস। মন্থর ইনিংস খেলে আউট হন স্যাম কারেন। তাকে শিকারে পরিণত করেন হাসান। ইংলিশ অলরাউন্ডার ১১ বলে করেন ৬ রান। ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ আপডেট



» সৌদি আরবে বাস দুর্ঘটনায় অন্তত ৮ বাংলাদেশি নিহত

» সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা ১৮ বাংলাদেশি হাসপাতালে

» চুয়েটে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে হুয়াওয়ে

» রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা

» নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত,একজনের মৃত্যু হয়েছে।

» গাজীপুরের শ্রীপুরে বহেরার চালা এলাকায় একটি কারখানায় আগুন

» ২০২২-২৩ চবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩০ মার্চ যা চলবে ১২ এপ্রিল

» নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

» খিলগাঁও ফ্লাইওভারে চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই দুই ছিনতাইকারীকে আটক

» রাজধানীর বাড্ডায় পোস্ট অফিস গলির মুখে একটি ভবনের নীচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

লাইক দিয়ে সংযুক্ত থাকুন

 

 

 

প্রকাশক ও সম্পাদক: কাজী আবু তাহের মো. নাছির।

 

প্রধান নির্বাহী সম্পাদক: আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক: খন্দকার সোহাগ হাছান


সহ বার্তা সম্পাদক: কাজী আতিকুর রহমান আতিক (আবির)

Desing & Developed BY PopularITLtd.Com
আজ বুধবার, ২৯ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা




নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড় ও হাসান মাহমুদের বোলিং তোপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে টাইগাররা।ইংল্যান্ডের ইনিংসে ২৬ রান খরচায় ২ উইকেট নেন হাসান মাহমুদ। মূলত তার কার্যকরী স্পেলের কারণেই সফরকারীদের অল্প রানে বেঁধে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। পরে ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝড়ের গতিতে ৫১ রান করেন শান্ত।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মার্চ) ৩৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে টাইগারদের। কার্যকরী এক ইনিংস খেলে আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার। আদিল রশিদের গুগলিতে আউট হওয়া রনি ১৪ বলে করেন ২১ রান। জফরা আর্চারের বাউন্সারে লিটন ক্যাচ দেন ক্রিস ওকসকে। ১০ বলে ১২ রান করেন বাংলাদেশ কিপার।২ উইকেট চলে গেলেও ঝড় থামাননি ক্রিজে নতুন আসা দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এরমধ্যে মার্ক উডের করা প্রথম ওভারে টানা চার বাউন্ডারিতে শান্ত নেন ১৭ রান। তারা দুজনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। এরপর মঈন আলির বলে স্যাম কারেনকে ক্যাচ দেন হৃদয়। ১৭ বলে তিনি করেন ২৪ রান। শান্ত ঝড় থামে দলীয় ১১২ রানে। তার আগে অবশ্য ঝোড়ো ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫১ রান করে আউট হন তিনি।

চার উইকেট হারানোর পর সাকিব ও আফিফে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত এ দুজনের ব্যাটেই জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। সাকিব ৩৪ ও আফিফ ১৫ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের অল্প পুঁজি পায় সফরকারী দল। শুরুর দিকে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু নাসুম প্রথম ওভার করতে এসে ফিলিপ সল্টের ক্যাচ ছেড়ে দেন। পরে সাকিব ছাড়েন জস বাটলারের ক্যাচ। তাতে আক্ষেপ বাড়ে স্বাগতিক শিবিরে।নাসুম প্রথম ক্যাচ ছাড়লেও তাকে দিয়েই সফলতা পায় টাইগাররা। তার করা শেষ ওভারের শেষ বলে সল্ট ক্যাচ দেন উইকেটের পেছনে, তাতে ৮০ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। ইংলিশ ওপেনার ৩৫ বলে করেন ৩৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। ইংল্যান্ডের পরের উইকেট পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের হাত ধরে। তার করা তৃতীয় ওভারে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মালান।এরপর মূলত বাটলারই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ১৬তম ওভারে তাকে ফেরান হাসান মাহমুদ। এর আগের বলেই মুস্তাফিজের শিকার হন বেন ডাকেট। বাটলার ৪২ বলে করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল সমান ৪টি চার ও ৪টি ছয়। ডাকেট ১৩ বলে খেলেন ২০ রানের কার্যকরী ইনিংস। মন্থর ইনিংস খেলে আউট হন স্যাম কারেন। তাকে শিকারে পরিণত করেন হাসান। ইংলিশ অলরাউন্ডার ১১ বলে করেন ৬ রান। ক্রিস ওকসের উইকেট নেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বাকিদের মধ্যে মঈন আলি ৮, ক্রিস জর্ডান ৫ ও ওকস এক রান করেন।
ঢাকা,বৃহস্পতিবার ০৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

প্রকাশক ও সম্পাদক: কাজী আবু তাহের মো. নাছির।

 

প্রধান নির্বাহী সম্পাদক: আফতাব খন্দকার (রনি)

বার্তা সম্পাদক: খন্দকার সোহাগ হাছান


সহ বার্তা সম্পাদক: কাজী আতিকুর রহমান আতিক (আবির)

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা লিংকরোড ঢাকা-১২১২ | ব্রাঞ্চ অফিস: ২৪৭ পশ্চিম মনিপুর, ২য় তলা, মিরপুর-২, ঢাকা -১২১৬।

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com