রাজধানীর তেজকুনিপাড়া রোলিং মিল বস্তিতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। পাশাপাশি বিমান বাহিনীর একটি ইউনিট ও র্যাব সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার তেজকুনিপাড়া বটতলা সংলগ্ন রোলিং মিল বস্তিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এরপর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কেউ হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
ঢাকা,সোমবার ১৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।