ইংল্যান্ডকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জাও দিল টাইগাররা।মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ১৬ রানে হারিয়েছে সাকিববাহিনী। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ১৪২ রানে।
ঢাকা,মঙ্গলবার ১৪ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।