পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচন সভা অনুষষ্ঠিত হয়েছে। সভার সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো.মহিববুর রহমান এমপি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মো.মাহাবুবুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন
সংসদ সদস্য মো.মহিববুর রহমান। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকাল ৭ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতা কর্মীরা। এদিকে পায়রা বন্দর সহ উপজেলার মহিপুর ও কুয়াকাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত করেছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।