পটুয়াখালীর কলাপাড়ায় এক সাপুরের কাছ থেকে বিষধর ৩ টি পদ্ম গোখরা, ১ টি দারাস ও ১০ ফুট দৈর্ঘ্যরে ১টি অজগর উদ্ধার করেছে। রবিবার দুপুরে মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রাম থেকে এসব সাপ উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে সাপগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা উপস্থিত ছিলেন ।
মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান, সাপগুলো দিয়ে খেলা দেখাতো ওই সাপুড়িয়া। উদ্ধারকৃত সাপগুলো বনে
অবমুক্ত করা হয়েছে। তবে বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।