আজ ২০ মার্চ বিকাল ৫ টায় মাধবদী পোষ্ট অফিস মোড় সংলগ্ন মাধবদী হাই স্কুলের উত্তর পাশে পানাম ল্যান্ডেভ (প্রাঃ)লিঃএর অর্থায়নে উন্নত মানের ডিজাইন সহ চলন্ত লিফট অত্যাধুনিক সুবিধা সহ টাইম স্কয়ার শপিং মলের ভিক্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, এসময় উপস্হিত ছিলেন নরসিংদী চেম্বার অব কামার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোমেন মোল্লা , নরসিংদী চেম্বার অব কামার্সের পরিচালক হাজী মোঃ মোতালিব হোসেন,আলহাজ্ব আল আমিন রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী এ কে ফজলুল হক বাচ্ছু সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ভুইয়া, আলহাজ্ব মোতাহার হোসেন মুক্তা প্রেসিডেন্ট রাপা প্লাজাও রাইফেলস স্কায়ার, আলহাজ্ব আমজাদ হোসেন ভুইয়া সভাপতি সিমান্ত স্কায়ার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানামা ল্যান্ডেভ (প্রাঃ) লিঃ চেয়ারম্যান আলহাজ্ব মোজাফফর হোসেন লাভলু। টাইম স্কয়ারে দোকান ফ্ল্যাট সহজ কিস্তিতে বরাদ্দ চলছে। মালিক মোজাফফর হোসেন বাবলু মোবাইল 01711661917
মোঃ নজরুলইসলাম মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী,সোমবার ২০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।