দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর তাই শুক্রবার (২৪ মার্চ) থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ১৪৪৪ হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। এরপর সংবাদ ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, দেশের আকাশে চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার রাতে দেশের মুসল্লিরা এবারের রমজান মাসের তারাবির প্রথম নামাজ আদায় করবেন। আর একই রাতে সেহেরি খেয়ে প্রথম রোজা পালন করবেন।
ঢাকা,বুধবার ২২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।