রাজধানীর মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাস ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ মার্চ) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কী না তা এখনও জানা যায়নি। মালিবাগে গণপরিবহণের যাতায়াত বন্ধ আছে।ঘটনাস্থলে এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। তারা উদ্ধার তৎপরতা শুরুর চেষ্টা করছেন কিন্তু, উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরাও কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।
ঢাকা,বুধবার ২২ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।