ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত এ রায় ঘোষণা করেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
রায়ের সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে তিনি আপিলের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক ডেস্ক,বৃহস্পতিবার ২৩ মার্চ,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।