বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের সমস্ত প্রক্রিয়া সময়মত সম্পন্ন হয়েছে উল্লেখ করে চলতি বছরের ডিসেম্বর মাসের যেকোনো দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। স্যাটেলাইটটির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, ২০১৮ সালের জুন মাস থেকে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, সম্প্রতি ভারত থেকে উৎক্ষেপিত সাউথ এশিয়ান স্যাটেলাইটে প্রাপ্ত সুবিধা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।এ সময় তিনি আরো বলেন, ‘তুলনা না করেই আমি বলছি বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি কমার্শিয়াল স্যাটেলাইট। এবং এটি সম্পূর্ণ আলাদাভাবে স্ক্রাপ্ট থেকে তৈরি হওয়া সম্পূর্ণ নিজস্ব স্যাটেলাইট, নিজস্ব লঞ্চার। সাউথ এশিয়া স্যাটেলাইটের দুটো ট্রান্সপন্ডার বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে।’
তথ্য-প্রযুক্তি ডেস্ক,
ঢাকা,সোমবার, ২৯ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।