রাজধানীর মধ্য বাড্ডা বড়টেক আলাতুন্নেছা স্কুলের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় ফাঁস দিয়ে মনোয়ারা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী।রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে মধ্য বাড্ডা বড়টেক আলাতুন্নেছা স্কুলের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।ফেনী সদর উপজেলার কইখালি গ্রামের আ. জলিলের মেয়ে মনোয়ারা। তার স্বামী শরিফুল ইসলামের বাড়ি পাশের মধ্যমচারিপুর গ্রামে। প্রেমের সম্পর্কে ৮ বছর আগে বিয়ে করেন তারা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের। শরিফুল ইসলাম ‘হক ট্রেডিং করপোরেশনের’ এরিয়া ম্যানেজার হিসেবে চাকরি করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানায় জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে আটক রাখা হয়েছে।
ঢাকা,রোববার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।