রাজধানীর বাড্ডায় পোস্ট অফিস গলির মুখে হাজী রোস্তম আলী ম্যানসন নামের ভবনে আগুন লেগেছে।মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।ভবনটির নীচ তলায় রাজভোগ নামের মিষ্টর দোকানে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সময় সংবাদকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাই আমরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় মাত্র আধা ঘণ্টায় দুপুর ১টা ২৫ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’২য় ও তয় তলায় আগুনে আংশিক ক্ষতি হয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ঢাকা,মঙ্গলবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।