রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের উপরে চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনার পর পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে রিকশাটিও।আহত অবস্থায় পুলিশ আব্দুর রাজ্জাক ব্যপারী (৪৫)কে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পুলিশের সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে তিনি ঢামেক হাসপাতালে আসেন। তখন তার কাছ থেকে জানতে পারেন, কয়েকজন ছিতাইকারী যাত্রীবেশে তার রিকশা উঠেছিল। ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় তার পিঠে ছুরিকাঘাত করে। তখন তিনি রাস্তায় পড়ে গেলে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ফারুকুল আলম আরও জানান, খিলগাঁও ফ্লাইওভারে ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে ২ ছিনতাইকারীকে আটক করা হয়। রিকশাটিও উদ্ধার করা হয়েছে। আহত রিকশাচালক গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।
স্বজনরা জানিয়েছেন, আ. রাজ্জাকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।
ঢাকা,মঙ্গলবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।