গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকায় একটি কারখানার শেডে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে জানায়। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।
গাজীপুর,মঙ্গলবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।