মাধবদী থানা এলাকার পল্লি বিদ্যুৎ সংলগ্ন কান্দাপাড়া বসুন্ধরার পাশে হুমায়ন মিয়ার এমব্রডারী কারখানার মহিলা শ্রমীক রেখা বেগম গত ২৭ মার্চ রাত ৮ টার পর মাসিক বেতন নিয়ে নিজ বাসা মাধবদী থানা অফিসের পুর্বপাশে নওপাড়া যাওয়ার সময় ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তি মোখুস পরে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দেয়, তাদের কু প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করায় অজ্ঞাত ব্যাক্তীরা কেবাতুল্লার বাড়ির পাশের নির্জন স্হান থেকে তাকে জোড় পূর্বক তুলিয়ে নেওয়ার চেষ্টা করে, পরে রেখা ডাক চিৎকার শুরু করলে অজ্ঞাত ব্যাক্তীরা রেখার মুখ চেপে ধরে ধারালো ব্লেড দিয়ে রেখার ২ হাত এ গাল কাটিয়া রক্তাক্ত জখম করিয়া সঙ্গে থাকা মাসিক বেতনের কয়েক হাজার ছিনতাই করে পালিয়ে যায়।সংবাদ পেয়ে রেখার আত্বীয় স্বজন রা এসে উদ্ধার করে হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা করে মাধবদী থানায় এক টি লিখিত অভিযোগ দায়ের করে। খোজ নিয়ে জানাগেছে কান্দাপাড়া বসুন্ধরার আশ পাশের রাম্তায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও মহিলা শ্রমীক দের ইপটিজিং করছে কিছু বখাটে যুবকরা। তাদের অত্যাচারে সাধারন মানুষ অতিষ্ঠ।এই সব কারনে মিল মালিক রা আতংকে আছে। এব্যাপারে এলাকার জনগন ও শ্রমীক রা পুলিশ প্রসাশনের সাহায্যা কামনা করেছে।
মোঃ নজরুলইসলাম মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী,মঙ্গলবার ২৮ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।