তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক (এমপি) বলেছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির ব্যবহার ছাড়া দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব নয়। দেশের ছাত্র ছাত্রীদের প্রযুক্তির ব্যবহারের শিক্ষা দেয়ার মাধ্যমে বিশ্বের নেতৃত্ব দিতে পারে সে ভাবে গড়ে তোলার উদ্যেশ্য বর্তমান সরকারের। শুক্রবার সকাল ১০ টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশের সব এলাকায় প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেবেন। এছাড়া কুয়াকাটা ও কলাপাড়া পৌরসভায় র্স্মাট আইসিটি পার্ক, আইসিটি বিভাগ এবং ট্রেনিং সেন্টার গড়ে তোলার মাধ্যমে এখানকার জনশক্তি উন্নয়নসহ কুয়াকাটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত শেখ রাশেল ডিজিটাল ল্যাব ঘুরে দেখেন। সেখানে তিনি ছাত্র ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয়ে প্রায় আধা ঘন্টা ধরে আলোচনা করেন। এ
সময় বক্তব্য রখেন, কলাপাড়া উজেলার চেয়াম্যান আবদুল মোতালেব তালুকদার,
উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা,পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ। এছাড়া শিক্ষা কর্মকর্তা, কুয়াকাটা পৌর সভার কাউন্সিলরসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উত্তম কুমার হাওলাদার,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার, ০২ সেপ্টেম্বর, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।