রতীক্ষার অবসান হল। অবশেষে সামনে এল অনলাইন চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ডেসকটপ অ্যাপ। মঙ্গলবার হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র উইনডোজ ৮ এবং ম্যাক ওএস ১০.৯ অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে এর নতুন অ্যাপটি। যেকোন ব্যক্তি এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপটি বাজারে নিয়ে আসার ফলে বলা যেতেই পারে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। কারণ সমস্ত প্রকারের জনপ্রিয় মাধ্যমে এখন থেকে অ্যাপ হিসেবে পাওয়া যাবে এক সর্বাধিক জনপ্রিয় অনলাইন চ্যাটিং অ্যাপটি। ১৪ মাস আগে প্রথম এসেছিল হোয়াটসঅ্যাপ ওয়েব৷তারপর অ্যাপের মাধ্যমে এর প্রকাশ অবশ্যই বড় চমক
ওয়াটসঅ্যাপের। কোম্পানির ব্লগে জানানো হয়েছে যে, হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপের পাশাপাশি সমান তালে কাজ করবে এই ডেকসটপ অ্যাপটিও। ব্যবহারকারী তাঁর মোবাইলে অ্যাপ ব্যবহৃত কিউআর কোড ডেসকটপ অ্যাপ ইনপুট করলেই অ্যাক্সেস করতে পারবে তার হোয়াটসঅ্যাপ। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীকে তাঁর
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছে। বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে বর্তমানে প্রায় দশ লক্ষ ব্যবহারকারী তাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জানা গিয়েছে, ভবিষ্যতে কল ব্যাক, ভয়েস মেল, জিপ ফাইল শেয়ারিং ও ভিডিও কলেরমতো পরিষেবা গ্রাহক সুবিধার্থে আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
(সংকলিত)
মঞ্জুর আহমেদ শামিম,প্রতিনিধিঃ
তথ্য-প্রযুক্তি ডেস্ক,শনিবার, ১৪ মে, এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।