নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন স্থগিত করেন।
একইসঙ্গে ১২ জুন নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন তিনি।
এরআগে মঙ্গলবার (৯ মে) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তিন মামলায় মামুনুল হককে জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
ঢাকা,বুধবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।