রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে একই নামের দুই শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন রাব্বী (২২) ও রাব্বী (১৮)।
শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে কদমতলির পোস্তগোলা এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাব্বীকে (২০) বেলা ১১টার দিকে ও বেলা সাড়ে ১২টার দিকে রাব্বীকে (১৮) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ জানান, তারা পোস্তগোলা এলাকায় একটি টেক্সটাইলের নির্মাণাধীন ভবনে কাজ করেন। তারা ওই ভবনে রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, ঘটনার সময় তারা তৃতীয় তলা থেকে সাটারিং খুলছিলেন। তখন অসাবধানতাঃবশত নিচে পড়ে গুরুতর আহত হন।
সোহাগ জানায়, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাচটিকে গ্রামে। রাব্বীর (১৮) বাবার নাম আব্বাস আলী ও অপর রব্বীর (২০) বাবার মো. লিটন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজন শ্রমিক ভবন থেকে আহত অবস্থায় হাসপাতালে আসে। একজন সঙ্গে সঙ্গে মারা যান। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা,শনিবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।