স্থানীয় সময় রোববার (১৪ মে) সকাল ৮টায় দেশজুড়ে একসঙ্গে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ প্রেসিডেন্ট প্রার্থী মোট তিন জন। বাকি দুইজন হলেন- কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।
এ নির্বাচনে ভোট দেবেন প্রায় সাড়ে ৬ কোটি তুর্কি নাগরিক। তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন তারা।
নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। পার্লামেন্টের ৬০০ আসনের বিপরীতে লড়াই করছেন ১৫১ স্বাধীন প্রার্থী। খবর বিবিসি।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ১৪ মে,এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম